Corona In West Bengal পশ্চিমবঙ্গে লকডাউন LIVE: বাংলাকে নিরাপদ রাখতে প্রশাসনিক তত্‍‌পরতা...

Corona In West Bengal পশ্চিমবঙ্গে লকডাউন LIVE: বাংলাকে নিরাপদ রাখতে প্রশাসনিক তত্‍‌পরতা...

করোনা নিয়ে আতঙ্কিত দেশবাসীর আশঙ্কা আরও বেড়েছে আগামী দিনগুলি কী ভাবে কাটবে, তা নিয়ে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর আশঙ্কা দূর করতে বুধবার আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলা
এই সময় ডিজিটাল ডেস্ক: সাধারণ নাগরিকদের আশ্বস্ত করে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যগুলির সঙ্গে কোনও আলোচনা না-করেই ন্যাশনাল ডিজাস্টার আইন লাগু করেছে কেন্দ্র। কেন্দ্রের আইন মানতেই হবে। কিন্তু ওই আইন অনুযায়ী রাজ্যের কিছু বিষয় শিথিল বা রিল্যাক্স করারও অধিকার আছে।’ পরিস্থিতি অনুযায়ী তা বিবেচনা করারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘৩১ মার্চ রাজ্য আবার পর্যালোচনায় বসবে। পরিস্থিতি অনুযায়ী অবস্থার উন্নতি হলে কিছু বিষয় শিথিল করা যেতে পারে।’

---- বেলেঘাটা আইডি-তে রাতে যে নার্সরা কাজ করেছেন আজ সকাল আটটায় তাঁদের ডিউটি শেষ হয়েছে। কিন্ত এখনো তাঁরা বাড়ি যাওয়ার গাড়ি পাননি। হাসপাতালেই বসে রয়েছেন তাঁরা। প্রিন্সিপাল এর সঙ্গে দেখা করতে চাইলেও তিনি দেখা করছেন না বলে অভিযোগ।
--- যে সব রুটে বাস চলবে

---- লকডাউন পরিস্থিতিতে কলকাতার ৬টি রুটে এক ঘন্টা অন্তর বাস চালানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম।
Corona In West Bengal পশ্চিমবঙ্গে লকডাউন LIVE: বাংলাকে নিরাপদ রাখতে প্রশাসনিক তত্‍‌পরতা... Corona In West Bengal পশ্চিমবঙ্গে লকডাউন LIVE: বাংলাকে নিরাপদ রাখতে প্রশাসনিক তত্‍‌পরতা... Reviewed by National Association of Postal Employees Group 'C' Purulia Division, Purulia- 723101 on March 26, 2020 Rating: 5

No comments