কম্পাউন্ডারের ছেলের দর ৩ কোটি টাকা, আইপিএল ক্রিকেটারের স্বপ্ন খুবই ছোট
রাজস্থানের এক ছোট্ট জনপদের বাসিন্দা লাজুক চেহারার খলিল এ বারের আইপিএল-এর অন্যতম চমক।
স্বপ্নের দাম যে চড়া, তা খুব ভালই জানেন খলিল। ছবি: আইপিএলের ফেসবুক পেজ থেকে।
শেষ হয়েছে আইপিএলের নিলাম। তারকাদের পাশাপাশি কিছু অখ্যাত তরুণদেরও ভাগ্যের চাকাও নতুন পথে গড়াতে শুরু করল এ বারের আইপিএল থেকে। তাঁদেরই একজন খলিল আহমেদ। তরুণ এই বাঁ হাতি পেসারকে কে-ই বা চেনেন! যদিও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন ২০১৬ সালে। সম্ভাবনাময় এই ছেলেটিই এ বারের আইপিএল-এর অন্যতম চমক।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, খলিলকে ৩ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। গত দু’টি মরসুমে আইপিএলে খেলেছেন তিনি। তবে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। এ বার জার্সির সঙ্গে বদলাল ভাগ্যও। ৩ কোটি টাকার বিরাট মূল্যে নতুন দলে এলেন তিনি।
অথচ এই ছেলেটিরই ক্রিকেটার হয়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তাঁর পেশায় কম্পাউন্ডার বাবা। ছেলে খেলে বেড়াক, সেটা ঘোরতর নাপসন্দ ছিল তাঁর। শেষ পর্যন্ত কোচ ইমতিয়াজ আলি খান খলিলের পিতৃদেবকে বুঝিয়ে সুঝিয়ে ছেলের ক্রিকেট বন্ধ হতে দেননি।
রাজস্থানের এক ছোট্ট জনপদের বাসিন্দা লাজুক চেহারার খলিল স্বপ্ন দেখছেন ৩ কোটি টাকায় দল মেলায়। কী সেই স্বপ্ন? না, বিরাট কোনও গগনচুম্বী ইচ্ছে নেই তাঁর। কেবল অখ্যাত জনপদ থেকে তিনি চলে আসতে চান জয়পুরে। কিনতে চান একটি বাড়ি। সপরিবারে সেই বাড়িতে থেকে খলিল মন দিতে চান ক্রিকেটেই। জয়পুরে ক্রিকেট প্রশিক্ষণের সুবিধার জন্যই তিনি আসতে চান এখানে।
এর বেশি কোনও স্বপ্ন এখনই দেখতে রাজি নন খলিল। তিনি জানেন স্বপ্নের দৌড় সবে শুরু হচ্ছে। এখন কেবল হাড়ভাঙা খাটুনি। তা হলেই আরও কত সব বিরাট বিরাট স্বপ্ন আপনিই পূর্ণ হয়ে যাবে।
Post a Comment