রাস্তায় কান খোঁচানো বেআইনি! আর কোন কাজে ফাঁসতে পারেন বিচিত্র আইনে
সাধারণ মানুষ সচরাচর ওয়াকিবহাল থাকেন না এই আইনগুলি সম্পর্কে।
এই কাজটি করালেও ফেঁসে যেতে পারেন আইনি সমস্যায়। ছবি: বিশ্বজিৎ দাস।
এমন অনেক কাজ আছে, যা করলে আপনি আইনি ঝঞ্জাটে পড়তে পারেন। অথচ সাধারণ মানুষ সচরাচর ওয়াকিবহাল থাকেন না এই আইনগুলি সম্পর্কে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে এমনই আইনের কথা। জেনে নিন এরকমই কয়েকটি আইনের কথা, আর সাবধান হোন।
রাস্তাঘাটে অনেকেই হাতুড়ে ডাক্তারদের শরণাপন্ন হন। রাস্তার ধারে বসে থাকা এই সব হাতুড়েদের কাছে দাঁতের চিকিৎসা করান। কিন্তু ১৯৪৮-এর ডেন্টিস্ট অ্যাক্ট অনুযায়ী, এটা আইনত অপরাধ। একই ভাবে রাস্তার ধারের হাতুড়েদের কাছে কান পরিষ্কার করানোও বেআইনি।
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখলেন সামনে পড়ে রয়েছে নোটের বান্ডিল! ভাবছেন, সঙ্গে সঙ্গে ওটার উপরে রুমাল ফেলে সবশুদ্ধ তুলে পকেটস্থ করে ফেলবেন? জেনে রাখুন, এমন কাজ আইনত অপরাধ। দশ টাকার উপরের অঙ্কের টাকা রাস্তায় কুড়িয়ে পেলে তা জমা দিতে হবে সরকারের ঘরে।
১৯৪৮ সালের ফ্যাক্টরি ল অনুযায়ী, যেখানে ফ্যাক্টরির কর্মীরা কাজ করেন, সেখানে ফ্লোরে নির্দিষ্ট সংখ্যক পিকদানি রাখতে হবে! এমনটাই আইন। না মেনে চললে সেটা বেআইনি বলেই ঘোষিত হবে।
১৯৪৮-এর ফ্যাক্টরি ল অনুযায়ী, মহিলাদের রাতে ফ্যাক্টরিতে কাজ করা নিষিদ্ধ। কোনও ফ্যাক্টরি মালিক যদি তাঁর ফ্যাক্টরিতে মহিলাদের দিয়ে রাতে কাজ করান, সেটা বেআইনি। যদিও বিপিও বা অন্যত্র মহিলাদের রাতে কাজ করা নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই।
Post a Comment