ভাত খাওয়ার পর এই এই কাজগুলি কি করতেন তবে এবার থেকে আর কোনো ভাবেই করবেন না !!!

ভাত খাওয়ার পর এই এই কাজগুলি কি করতেন তবে এবার থেকে আর কোনো ভাবেই করবেন না !!!

পৃথিবীতে অন্তত তিনশ কোটি মানুষের প্রধান খাবার হলো ভাত ৷চিকিৎসকরা স্বাস্থ্যরক্ষায় ভাত
খাবার পর পাঁচটি কাজ করতে বিশেষ ভাবে অনুৎসাহিত করেন অর্থাৎ না করতে বলেন সেইগুলি নিয়ে নিচে আপনাদের জন্য একটু বিশদ আলোচনা রইলো ।


১. ভাত খাওয়ার এক ঘণ্টা আগে বা ১/২ ঘণ্টা পর ফল খাবেন। 
কেননা, ভাত খাওয়ার পরপর কোনো ফল
খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

২. সারাদিনে অনেকগুলো সিগারেট
খেলে যতখানি ক্ষতি হয়,
ভাত খাওয়ার পরএকটি সিগারেট বা বিড়ি তার চেয়ে
অনেক বেশী ক্ষতি করে।
তাই ধূমপান করবেন না।

৩. চায়ের মধ্যে প্রচুর পরিমাণ টেনিক এসিড থাকে যা খাদ্যের প্রোটিনের
পরিমাণকে ১০০ গুণ বাড়িয়ে তোলে। ফলে খাবার হজম হতে স্বাভাবিকের
চেয়ে অনেক বেশী সময় লাগে। তাই ভাত খাওয়ার পর চা খাবেন না।

৪. বেল্ট কিংবা প্যান্টের কোমর ঢিলা করবেন না।
খাবার পরপরই বেল্ট কিংবা প্যান্টের কোমর
ঢিলা করলে অতি সহজেই ইন্টেস্টাইন
(পাকস্থলি) থেকে রেক্টাম (মলদ্বার) পর্যন্ত খাদ্যনালীর
নিম্নাংশ বেঁকে যেতে পারে,পেঁচিয়ে যেতে পারে অথবা ব্লকও হয়ে যেতে পারে। 
এ ধরনের সমস্যাকে ইন্টেস্টাইনাল
অবস্ট্রাকশ বলা হয়। কেউ বেশি খেতে চাইলে আগে থেকেই
কোমরের বাধন ঢিলা করে নিতে পারেন।

৫. স্নান করবেন না। ভাত খাওয়ার পরপরই স্নান
করলে শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায়।
ফলে পাকস্থলির চারপাশের রক্তের
পরিমাণ কমে যেতে পারে যা পরিপাক তন্ত্রকে দুর্বল করে ফেলবে, ফলে খাদ্য হজম হতে সময়
স্বাভাবিকের চেয়ে বেশী লাগবে।




#সংগৃহীত
ভাত খাওয়ার পর এই এই কাজগুলি কি করতেন তবে এবার থেকে আর কোনো ভাবেই করবেন না !!! ভাত খাওয়ার পর এই এই কাজগুলি কি করতেন তবে এবার থেকে আর কোনো ভাবেই করবেন না !!! Reviewed by National Association of Postal Employees Group 'C' Purulia Division, Purulia- 723101 on February 14, 2018 Rating: 5

No comments