প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের অন্যতম তারকা শশী কাপুর

প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের অন্যতম তারকা শশী কাপুর


    প্রয়াত স্বর্ণ যুগের অভিনেতা শশী কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বহুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কাপুর পরিবারের এই অন্যতম সদস্য। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের অন্যতম তারকা শশী কপুর
তাঁর মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিউডে। শোক স্তব্ধ কাপুর পরিবারও। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তী পৃথ্বীরাজ কাপুরের পুত্র শশী কাপুরের বলিউডে অভিষেক হয় ১৯৬১ সালে। ছবি 'ধর্মপুত্র' দিয়ে তাঁর অভিনয় জীবনে 'নায়ক' হিসাবে প্রবেশ। পদ্মভূষণ ও 'দাদাসাহেব ফালকে' পুরস্কারের ভূষিত এই  প্রখ্যাত অভিনেতর জন্ম ১৯৩৮ সালের ১৮ ই মার্চ কলকাতায়। 'দিওয়ার', 'সুহানা সফর', 'কভি কভি', 'জানওয়ার অউর ইনসান', ইত্যাদি বিখ্যাত ছবিতে কাজ করেছেন স্বনামধ্যন অভিনেতা রাজ কপুরের ছোট ভাই শশী। শুধু বলিউড নয়, হলিউডের ছবি 'শেকস্পিয়ার ওয়ালা' ও 'হাউসহোল্ডার' এর মতো হলিউড ছবিতেও কাজ করেচেন তিনি। ১৯৫৮ সালে তিনি ব্রিটিশ অভিনেত্রী জেনিফার কেন্ডেলকে বিয়ে করেন।  তাঁর সন্তান সঞ্জনা কাপুর, কুণাল কাপুর, করণ কাপুররা পরবর্তী কালে  নিজেদের বলিউডের লাইমলাইট থেকে সরিয়ে রাখেন।
 Oneindia News
প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের অন্যতম তারকা শশী কাপুর প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের অন্যতম তারকা শশী কাপুর Reviewed by National Association of Postal Employees Group 'C' Purulia Division, Purulia- 723101 on December 04, 2017 Rating: 5

No comments